Saturday, July 18, 2009

ইচ্ছামতী বর্ষা সংখ্যা ২০০৯ প্রকাশিত হল

একটু দেরিতে হলেও, ইচ্ছামতীর বর্ষা সংখ্যা ২০০৯ অবশেষে এসে গেলো। এই সংখ্যায় আমাদের পাওনা অষ্টম শ্রেনীর পড়ুয়া ঋদ্ধির লেখা গল্প। সাথে আছে রাস্কিন বন্ডের অনুবাদ গল্প, লুপ্তপ্রায় প্রানী প্যাঙ্গোলিন কে নিয়ে জানা-অজানা, রবি ঠাকুরের বৈঠকী মেজাজের গল্প, আর ফুলিয়াপাড়ায় শাড়ি বোনার কাহিনী। সাথে আছে অন্যান্য নিয়মিত বিভাগ।
বর্ষা সংখ্যা পড়ে কেমন লাগলো জানিও কিন্তু আমাদেরকে।

No comments:

Post a Comment