ইচ্ছামতীর ঝাঁপি থেকে বেছে নিয়ে, আপনার প্রিয়জনদের পাঠান আপনার মনের মতন ই-কার্ড।
ই-কার্ড গুলি নির্মাণ করার জন্য আমাদের ছবি এবং ফোটোগ্রাফ দিয়েছেন ঋতম ব্যানার্জী এবং আমাদের সহ-সম্পাদক কল্লোল লাহিড়ি। ঋতমকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। কল্লোল প্রথম থেকেই ইচ্ছামতীর সবরকমের আবদার সহাস্য মুখে মিটিয়েছেন, তাই আলাদা করে তাঁকে আর ধন্যবাদ জানাচ্ছি না।
এই প্রসঙ্গে ইচ্ছামতীর অন্যান্য বন্ধু-পাঠকদের কাছে জানিয়ে রাখি, আগামি দিনগুলিতে ইচ্ছামতীর ই-কার্ড বিভাগটিকে আরো বড় করতে চাই। ফোটোগ্রাফি, ছবি আঁকা, অ্যানিমেশন, বা দু-চার পংক্তি ছন্দ মিলিয়ে লেখা যদি আপনার নেশা বা পেশা হয়, তাহলে আর দেরি না করে চলে আসুন ইচ্ছামতীর আসরে - আপনাকে আমাদের খুব প্রয়োজন !
ছোট্ট ইচ্ছামতী আপনার হাত ধরলে আরেকটু দ্রুত বড় হয়ে উঠবে।
No comments:
Post a Comment