Monday, August 9, 2010

ইচ্ছামতী বর্ষা ২০১০ সংখ্যা কেমন লেগেছে জানাও এই পাতায়

প্রকাশিত হল ইচ্ছামতী বর্ষা ২০১০ সংখ্যা। এই সংখ্যা তোমার কেমন লাগল জানাও ব্লগের এই পাতায়ঃ

8 comments:

  1. ইচ্ছামতী বর্ষা সংখ্যা বেরিয়েছে জানতে পেয়েই হাজির হলাম ইচ্ছামতীর ধারে । আবার মন ভরে গেল । ম্যাগাজিনের গেট আপ, লে আউট সব কিছু দেখে । আমার নিজের লেখা একখানি ছড়াও স্থান পেয়েছে ! আমার কয়েকজন বন্ধু ও লিখেছে খুব সুন্দর । ছোটদের লেখাও প্রশংসনীয় । আর নামকরা লেখক সুনির্মলবাবুর লেখা তো বলার অপেক্ষা রাখেনা । আরো এগিয়ে চলুক ইচ্ছেমতি। ছাপিয়ে উঠুক । থৈ থৈ বন্যায় ভাসিয়ে দিক আমাদের মন । অনেক শুভেচ্ছা র‌ইল ।

    ReplyDelete
  2. Ichchamoti r Sit sankhya 2010 te "Saral o Hati" galpo ta khub bhalo laaglo. Ivy Chatterjee ke anek subhechcha amon sundor ekta galpo lekhar jonne.

    ReplyDelete
  3. মিষ্টি লেখা মিষ্টি ছবি মিষ্টি সম্পাদনা
    ইচ্ছামতি বর্ষা তোমার প্রবল সম্ভবনা ।।

    পুর্ণেন্দু চক্রবর্তী ।

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. দাদা তোমার এই এক্কা-দোক্কা পরে বেশ ভালো লাগলো মাঝে মাঝে এটা আপডেট করলে আরো ভালো লাগবে ..অনেক শুভেচ্ছা র‌ইল...
    ভালো থেকো...

    অভিজিত
    মধ্যমগ্রাম

    ReplyDelete
  6. ইন্দিরাদি, পূর্ণেন্দু, সুমিত এবং অভিজিত, আপনাদের মতামত পেয়ে খুশি হল ইচ্ছামতী। আগামির দিকে চলার পথে আপনাদের সবার হাত ধরে থাকতে চায় ছোট্ট ইচ্ছামতী।

    ReplyDelete
  7. সুন্দর কাজ। পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আরো ভালো ভালো কাজ করুন আপনারা।

    বিনীত,
    দেবজ্যোতি ভট্টাচার্য

    ReplyDelete
  8. k-h-u-b bhalo.jantam na to eto sundar mgzn ache chotoder janya

    ReplyDelete